Last Updated: November 10, 2012 09:28

কয়েকদিনের মধ্যে লিটার প্রতি ১ টাকা কমতে পারে পেট্রোলের দাম। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের মূল্য ও ডলারের তুলনায় টাকার দামের প্রেক্ষিতে পেট্রোলের দাম কমাতে পারে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ডিলারদের কমিশন বৃদ্ধির জন্য গত ২৭ অক্টোবর পেট্রোলের দাম বাড়ানো হয়েছিল। ইন্ডিনায় অয়েলের তরফে বলা হয়েছে, সম্প্রতি ডলারের তুলনায় টাকার দাম বেড়েছে। একইসঙ্গে, আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে গ্যাসোলিনের। এই দুয়ের টানাপোড়েনের জেরে পেট্রোলের দাম লিটারে এক টাকা কমানো হতে পারে।
কেন্দ্রীয় পেট্রোল মন্ত্রকের এই সিদ্ধান্তে দীপাবলিতে সাধারণ মানুষ বেশ কিছুটা স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে। ইন্ডিয়ান অয়েল, বিপিসিএল এবং এইচপিসিএল-এর মতো তেল সংস্থাগুলি পেট্রোলের দাম কমানোয় সায় দিতে পারে। কেন্দ্রীয় মন্ত্রিসভার এক উচ্চপদস্থ মন্ত্রীর বয়ান অনুযায়ী, "বেশ কিছুটা স্বস্তি পাবেন সাধারণ মানুষ, ১ টাকা পর্যন্ত দাম কমতে পারে।"
First Published: Saturday, November 10, 2012, 09:28