Last Updated: January 15, 2013 23:31

ফের বাড়ল পেট্রলের দাম। মঙ্গলবার মাঝরাত থেকে লিটার পিছু ৩৫ পয়সা বাড়তে চলেছে প্রট্রলের দাম। রাজধানী দিল্লিতে তেলের দাম বেড়ে দাঁড়াল ৬৭ টাকা ৫৬ পয়সা।
জানা গিয়েছে, প্রত্যেকটি শহরে পেট্রোলের দরের নিরিখে দামবৃদ্ধি হবে। এর আগে অক্টোবর ও নভেম্বর মাসে দু`সফায় তেলের দাম কমায় তেল সংস্থাগুলি। প্রথম বার দাম কমে ৫৬ পয়সা, দ্বিতীয় দফায় পেট্রোলের দর পড়ে ৯৫ পয়সা।
First Published: Tuesday, January 15, 2013, 23:31