Petrol price hiked by 75 paise; diesel by 50 paise

ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কার্যকর আজ মাঝরাত থেকে

ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কার্যকর আজ মাঝরাত থেকে ফের বাড়ল জ্বালানির দাম। তেল সংস্থাগুলি লিটার পিছু পেট্রোলের দাম বাড়িয়েছে ৭৫ টাকা। ডিজেলের দাম বাড়িয়েছে ৫০ পয়সা। শুক্রবার মাঝরাত থেকে কার্যকর হচ্ছে জ্বালানির বর্ধিত মূল্য।

রাজধানী দিল্লিতে এখন লিটার পিছু পেট্রোলের খরচা ৭১.৫০ টাকা। রাত থেকে তা বেড়ে হচ্ছে ৭২.২৫ টাকা। সেখানে ডিজেলের দাম ৫৩.৮০টাকা থেকে বেড়ে হচ্ছে ৫৪.৩০ টাকা।

গত ডিসেম্বর মাসের ৪১ পয়সা পেট্রোলের দাম বাড়িয়েছিল রাষ্ট্রীয় তেল সংস্থাগুলি। এবারেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়াকেই মূল্যবৃদ্ধির কারণ হিসাবে দর্শিয়েছে সংস্থাগুলি।

First Published: Friday, January 3, 2014, 19:08


comments powered by Disqus