Last Updated: August 31, 2013 18:49

টাকার অবনমনের সঙ্গে সঙ্গে প্রত্যাশিত ভাবেই বৃদ্ধি পেল পেট্রল, ডিজেলের দাম। তেল কোম্পানি গুলি শনিবার পেট্রলের দাম লিটার পিছু ২টাকা ৩৫ পয়সা ও ডিজেলের দাম লিটার পিছু ৫০বয়সা বাড়াবার সিদ্ধান্ত নিল।
এই বছর একধাক্কায় ১৯% নেমে গেছে মার্কিন ডলার পিছু টাকার দাম। ডলারের চাহিদা বৃদ্ধি ও সিরিয়ায় মার্কিনি হানার সম্ভাবনা বৃদ্ধি পাওয়ার সঙ্গে টাকার মূল্য যে আরও হ্রাস পাবে সে ব্যাপারে নিশ্চিত ছিলেন বিশেষজ্ঞরা।
মুদ্রার বাজারে ইন্ডিয়ান ওয়েল, বিপিসিএল এবং এইচপিসিএল এই তিন কোম্পানি সর্বাধিক ডলার কিনে থাকে। প্রতি মাসে ৭.৫ মিলিয়ন অশোধিত তেল কিনতে এই তিন কোম্পানির ৮.৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন হয়।
First Published: Saturday, August 31, 2013, 18:49