অনলাইনে প্রভিডেন্ট ফান্ড ট্রান্সফারের নয়া সুযোগ

অনলাইনে প্রভিডেন্ট ফান্ড ট্রান্সফারের নয়া সুযোগ

Tag:  pf central pf
অনলাইনে প্রভিডেন্ট ফান্ড ট্রান্সফারের নয়া সুযোগ এবার থেকে অনলাইনেই প্রভিডেন্ট ফান্ড ট্রান্সফার করতে পারবেন গ্রাহকরা। নতুন এই পদ্ধতি চাল হবে পয়লা জুলাই থেকেই। পিএফের টাকাও গ্রাহকরা অনলাইনে তোলার আবেদন জানাতে পারবেন। সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার অনিল স্বরুপ গতকাল এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন।

কাজের জায়গা বদলেরর ক্ষেত্রেই পিএফ ট্রান্সফার নিয়ে বড় সমস্যা হয়। সেই সমস্যা দুর করতেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফএ) নামে নতুন এই অনলাইন প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। আগামি বছরের মধ্যে প্রত্যেক পিএফ গ্রাহককে নির্দিষ্ট অ্যাকাউন্ট নাম্বার দেওয়াও নতুন পরিকল্পনায় আছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রভিডেন্ট ফান্ড কমিশনার অনিল স্বরুপ।

First Published: Saturday, April 20, 2013, 10:41


comments powered by Disqus