Last Updated: February 14, 2014 10:47

প্রেম মানে ভাললাগা, প্রেম মানে অজানা ভয়, প্রেম মানে মন খারাপ। সব অনুভূতির মধ্যেই মিশে থাকে এক অমোঘ আকর্ষণ, অধিকার বোধ। তৈরি হয় সন্দেহও। তার থেকেই জন্ম নেয় অনেক সমস্যা। এমনই এক সমস্যা দেওয়া হল আপনাদের জন্য। এই অবস্থায় পড়লে আপনি কী করবেন?
এই ঘণ্টার সমস্যা- গভীর রাতে ঘণ্টার পর ঘণ্টা প্রেমিকের ফোন এনগেজড
কী করবেন আপনি? কীভাবে এড়াবেন মনোমালিন্য? কীভাবেই বা দূর করবেন সন্দেহ? লিখে জানান আমাদের। আপনার সমাধান জানাতে কমেন্ট করুন নিচে।
First Published: Friday, February 14, 2014, 10:48