Last Updated: June 6, 2013 21:42

মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে একটি বহুতল ভেঙে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে চোদ্দ জন। গতকাল স্থানীয় সময় সকাল পৌনে এগারোটা নাগাদ চারতলা বাড়িটি ভেঙে পড়ে । পার্শ্ববর্তী সেনা বাহিনীর একটি স্যালভেশন দোকানের ওপর ভেঙে পড়ে বাড়িটি ।
দুর্ঘটনার প্রায় বারো ঘণ্টা পর ধ্বংসস্তুপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন একষট্টি বছরের এক মহিলা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে হাত লাগিয়েছে পুলিস এবং দমকল। মৃতদের মধ্যে পাঁচজন মহিলা ও একজন পুরুষ রয়েছেন ।
First Published: Thursday, June 6, 2013, 21:42