Last Updated: February 8, 2014 11:53

হলিউড অভিনেতা ফিলিপ সেমুর হফম্যানের শেষকৃত্য সম্পন্ন হল শুক্রবার। নিউ ইয়র্কের ম্যানহাটানে সেন্ট ইগনেশিয়াস লয়োলা চার্চে এক অনাড়ম্বর অনুষ্ঠানে অস্কার বিজেতা এই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়।
সেন্ট ইগনেশিয়াস চার্চে শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেট ব্ল্যাঞ্চেট, মেরিল স্ট্রিপ, অ্যামি অ্যাডামস, মাইকেল উইলিয়ামস, ইথান হক সহ একাধিক হলিউড তারকা। ছিলেন হফম্যানের পনেরো বছরের বান্ধবী মিমি ওডোনেল এবং তাঁদের তিন সন্তান। শেষকৃত্যের সাক্ষী থাকতে চার্চের বাইরে উপস্থিত ছিলেন হফম্যানের অসংখ্য ভক্ত। গত রবিবারই ফিলিপ হফম্যানকে তাঁর গ্রিনউইচ ভিলেজের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়।
First Published: Saturday, February 8, 2014, 11:53