philippines mother death

প্রেতাত্মার বয়ে আনা অসুখ সারাতে মাকে বলি দিয়ে মাংস খেল তিন ভাই

প্রেতাত্মার বয়ে আনা অসুখ সারাতে মাকে বলি দিয়ে মাংস খেল তিন ভাই---------------------------------------------------------

নিজের মাকে বলি দিয়ে মাংস খেল তিন ভাই। শুধু তাই নয়, বেছে বেছে মহিলার এক একটি অভ্যন্তরীণ অঙ্গ খেয়ে ফেলেছে ওই তিনজন। ঘটনা ফিলিপিনসের আম্পাটুয়ানের।

নৃশংস এই ঘটনায় সাড়া পড়ে গিয়েছে গোটা বিশ্বে। প্রতিবেশীরা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে বারাঙ্গা কামাসির ওই বাড়ি থেকে অদ্ভূত সব শব্দ পাওয়া যাচ্ছিল। প্রতিবেশীদের অভিযোগ পাওয়ার পরই ওই বাড়িতে হানা দিয়ে পুলিস দেখতে পায়, খণ্ড বিখণ্ড হয়ে এক মহিলার দেহ পড়ে রয়েছে। চারদিকে রক্ত। এরপরই তিন ভাইকেই গ্রেফতার করে পুলিস।

তবে তিনজনই মাকে হত্যার কথা অস্বীকার করেছে। তাদের বক্তব্য, প্রেতাত্মার বয়ে আনা অসুখ সারানোর চেষ্টা করছিল তারা। ওই পরিবারের মানসিক বিকৃতির কোনও ইতিহাস আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিস। পাশাপাশি, ওই তিনজন মাদকাশক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

First Published: Saturday, February 8, 2014, 13:04


comments powered by Disqus