ফিলিপিনসের `ছোট` সুনামিতে মৃত ১

ফিলিপিনসের `ছোট` সুনামিতে মৃত ১

ফিলিপিনসের `ছোট` সুনামিতে মৃত ১তীব্র ভূমিকম্পের জেরে ফিলিপিনসে `সমুদ্র দানব` সুনামির আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছিল। শেষপর্যন্ত সুনামি আছড়ে পড়ায় সেই ফিলিপিনসেই প্রাণ হারালেন একজন। তীব্রতা কম থাকার কারণে বিজ্ঞানীদের একাংশও একে সুনামি বলে মানতে নারাজ। তাঁরা একে তীব্র জলোচ্ছ্বাস আখ্যা দিচ্ছেন।

তাতেও এর ধ্বংসলীলায় ভেসে গেল বেশ কয়েকটি গ্রাম। তুলনায় `ছোট` সুনামি আছড়ে পড়তেই একের পর এক বাড়ি দেশলাই খোপের মতো ভেঙে পড়ার পুরোনো ছবিই দেখা দিল ফিলিপিনসে।

একদিকে ভূমিকম্প, অন্যদিকে `ছোট` সুনামির সাঁড়াশি চাপে নাজেহাল ফিলিপিনস। গোটা দেশই এখন লোডশেডিংয়ের গ্রাসে।

গতকাল তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপিনস। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৯। মাটির ৩৩ কিলোমিটার নীচে ছিল কম্পনের উত্‍স। এরপরেই দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশে জারি হয় সুনামি সতর্কতা। ফিলিপিনস সহ জাপান, ইন্দোনেশিয়া, তাইওয়ান, বেলাউতে সুনামি সতর্কতা জারি করা হলেও জলোচ্ছ্বাসের আছড়ে পড়ে ফিলিপিনসেই।


First Published: Saturday, September 1, 2012, 20:10


comments powered by Disqus