এয়ার ইন্ডিয়ার পাইলটদের মামলার শুনানি স্থগিত

এয়ার ইন্ডিয়ার পাইলটদের মামলার শুনানি স্থগিত

এয়ার ইন্ডিয়ার পাইলটদের মামলার শুনানি স্থগিতকর্তৃপক্ষের সঙ্গে সরাসরি সংঘাতের পথে এয়ার ইন্ডিয়ার পাইলটরা। প্রায় একশজন পাইলট ইস্তফার হুমকি দিয়েছেন। ইতিমধ্যেই তেইশজন পাইলট ছুটিতে চলে যাওয়ায় বাতিল করতে হয়েছে দশটি আন্তর্জাতিক উড়ান। বিমান চালকদের সংগঠন ইন্ডিয়ান পাইলটস গিল্ড বা আইপিজি-র অভিযোগ, ৭৮৭ ড্রিমলাইনার বিমান চালনার প্রশিক্ষণে বৈষম্য  করা হচ্ছে। আইপিজি-র দাবি শুধু এয়ারইন্ডিয়ার পাইলটদেরই এই বিমান চালানোর প্রশিক্ষণ দেওয়া হোক। কিন্তু কর্তৃপক্ষ ইন্ডিয়ান এয়ারলাইন্সের পাইলটদেরও এই প্রশিক্ষণ দিতে চায়। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব এয়ার ইন্ডিয়ার পাইলটরা। গত সপ্তাহে আইপিজি-র উদ্যোগে ধর্মঘটের দাবিতে ইন্টারনেটে ভোটাভুটি হয়েছে। জানা গেছে, চলতি সপ্তাহেই কর্তৃপক্ষকে ধর্মঘটের নোটিশও দেবে আইপিজি। তবে ধর্মঘটের কোনও খবর তাদের কাছে নেই বলে জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার মুখপাত্র।

First Published: Wednesday, November 2, 2011, 14:06


comments powered by Disqus