Last Updated: June 15, 2012 16:23

আন্তর্জাতিক টুর্নামেন্টে টাকা দিয়ে মেডিক্যাল পরীক্ষা `সামলে` নিতেন জাতীয় অ্যাথলিট পিঙ্কি প্রামাণিক। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তেঘরিয়ার বাসিন্দা এক মহিলা। তাঁর দাবি, পিঙ্কি যে ছেলে, সে বিষয়টি জানতেন অনেক ক্রীড়া ব্যক্তিত্বই। বৃহস্পতিবারই পিঙ্কি প্রামাণিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণের অভিযোগ করেন ওই মহিলা। রাতে পিঙ্কিকে গ্রেফতার করে পুলিস।
শুক্রবার পিঙ্কিকে বারাসত আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই সময়ের মধ্যে সিএমওএইচের নেতৃত্বে মেডিক্যাল বোর্ড গঠন করে পিঙ্কির মেডিক্যাল পরীক্ষা করাতেও নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার একটি বেসরকারি হাসপাতালে পিঙ্কির পরীক্ষা হলেও সরকারি হাসপাতালে মেডিক্যাল বোর্ডের সামনে পরীক্ষায় আপত্তি জানান পিঙ্কি। তবে বেসরকারি হাসপাতালের তরফে জানানো হয়, পিঙ্কি আসলে পুরুষ।
First Published: Friday, June 15, 2012, 16:23