ধর্ষণের অভিযোগে আটক পিঙ্কি প্রামাণিক

ধর্ষণের অভিযোগে আটক পিঙ্কি প্রামাণিক

ধর্ষণের অভিযোগে আটক পিঙ্কি প্রামাণিকএশিয়াডে পদকজয়ী জাতীয় অ্যাথলিট পিঙ্কি প্রামাণিক পুরুষ। বৃহস্পতিবার মেডিক্যাল পরীক্ষার একথা জানিয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।

এক মহিলাকে ধর্ষণের অভিযোগে জাতীয় অ্যাথলেট পিঙ্কি প্রামাণিককে আটক করে পুলিস। বুধবার তেঘরিয়ার বাসিন্দা এক মহিলা অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে সহবাস করেছেন পিঙ্কি। পিঙ্কিকে পুরুষ বলে দাবি করে ওই মহিলা তাঁর বিরুদ্ধে ধর্ষণেরও অভিযোগ এনেছেন। বৃহস্পতিবার পিঙ্কি প্রামাণিককে আদালতে পেশ করে পুলিস। আদালত মেডিক্যাল টেস্টের অনুমতি দিলেও রাজি হননি পিঙ্কি প্রামাণিক। বিষয়টি আদালতকে জানিয়েছে পুলিস।

পুলিস জানতে পেরেছে, ওই মহিলার বাড়িতে ভাড়া থাকতেন পিঙ্কি প্রামাণিক। পুলিস সূত্রে খবর, সরকারি হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার পর পিঙ্কিকে গ্রেফতারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আগেও একবার অস্ত্র রাখার অভিযোগে পিঙ্কি প্রামাণিক গ্রেফতার হয়েছিলেন। এশিয়ান গেমস-সহ বহু আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের হয়ে সোনা জিতেছেন এই অ্যাথলিট।  






First Published: Thursday, June 14, 2012, 17:59


comments powered by Disqus