পিঙ্কির বিরুদ্ধে আনা অভিযোগের মামলা প্রত্যাহারের আর্জি

পিঙ্কির বিরুদ্ধে আনা অভিযোগের মামলা প্রত্যাহারের আর্জি

পিঙ্কির বিরুদ্ধে আনা অভিযোগের মামলা প্রত্যাহারের আর্জিমেডিক্যাল রিপোর্টে ধর্ষণের প্রমাণ মেলেনি। সেকারণে পিঙ্কি প্রামাণিকের বিরুদ্ধে আনা অভিযোগের কয়েকটি ধারা প্রত্যাহারের দাবি জানালেন তাঁর আইনজীবী। বারাসত আদালতে আজ শুনানি ছিল মামলার। পিঙ্কির বিরুদ্ধে ৩৭৬, ৩২৫, ৪২০, ৪৯৩ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করেছিল পুলিস।

এর মধ্যে ৩৭৬ ধারায় ধর্ষণ, ৪৯৩ ধারায় যৌন হেনস্থা এবং ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছিল।  মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতে পিঙ্কির আইনজীবী ওই তিনটি ধারায় মামলা প্রত্যাহারের আর্জি জানান। তবে আইনজীবীর আর্জি নিয়ে কোনও মন্তব্য করেননি বিচারক। পাঁচই জুন মামলার পরবর্তী শুনানি। এদিন আদালতে হাজির ছিলেন পিঙ্কি প্রামাণিক।

First Published: Monday, May 27, 2013, 22:36


comments powered by Disqus