Last Updated: February 15, 2013 16:42

দক্ষিণ আফ্রিকার আইকনিক `ব্লেডরানার` অস্কার পিস্টোরিয়াসের নামে প্রেমিকাকে হত্যার অপরাধে আজ প্রেটোরিয়ার আদালতে চার্জ গঠন করা হল। এর পরেই আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন ২৬ বছরের এই প্যারালিম্পিয়ন সুপারস্টার।
নিজের বাড়িতে প্রেমিকা রিভা স্টিনক্যাম্পকে গুলি করে হত্যার অভিযোগে অস্কার পিস্টোরিয়সকে বুধবার গ্রেফতার করে প্রেটোরিয়ার পুলিস।
জোহনেসবার্গের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী ২৬ বছরের এই বিশ্বখ্যাত অ্যাথলিট প্রেটোরিয়াতে নিজের বাড়িতে ওই মহিলার মাথায় ও হাতে গুলি করেছিলেন পিস্টোরিয়াস।
প্রথম প্যারাঅ্যাথলিট হিসাবে গত বছরের লন্ডন অলিম্পিকসের ৪০০ মিটার দৌড়ে অংশগ্রহণ করেছিলেন পিস্টোরিয়াস। শুধু তাই নয় এই বিভাগে সেমিফাইনালে পৌঁছে ইতিহাসও তৈরি করেন তিনি।
First Published: Friday, February 15, 2013, 16:42