Last Updated: February 23, 2013 16:50

অবশেষে জামিন পেলেন অস্কার পিস্টোরিয়াস। চার দিনের শুনানির পর বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যার অভিযোগে ধৃত ব্লেড রানারকে জামিন দিলেন বিচারপতি ডেসমন্ড নায়ার।
রিভার হত্যাকাণ্ডের সম্পর্কে সবরকম তথ্যপ্রমাণ আদালতে পেশ করেছিল প্রিটোরিয়া পুলিস। কিন্তু বিচারপতি নায়ার জানান, আইনমাফিক পিস্টোরিয়াসকে জামিন না দেওয়ার কোনও কারণ নেই। এরপরই পিস্টোরিয়াসের জামিন মঞ্জুর হয়।
প্রসঙ্গত, প্রেমিকাকে গুলি করে হত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকান আইকনিক
প্যারালিম্পিয়ন ``ব্লেড রানার`` অস্কার পিস্টোরিয়সকে গ্রেফতার করে
প্রেটোরিয়ার পুলিস।
জোহনেসবার্গের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর
অনুযায়ী ২৬ বছরের এই বিশ্বখ্যাত অ্যাথলিট প্রেটোরিয়াতে নিজের বাড়িতে ওই
মহিলার মাথায় ও হাতে গুলি করেন পিস্টোরিয়াস। যদিও পুরো বিষয়টি এখনও
পরিষ্কার নয়। অনুমান করা হচ্ছে প্রেমিকাকে চোর সন্দেহ করেই এই ঘটনা ঘটান
পিস্টোরিয়াস
First Published: Saturday, February 23, 2013, 19:09