পিচ তৈরিতে কোন ভুল ছিল না দাবী কিউরেটর প্রবীর মুখার্জির, Pitch perfect claims curator Prabir Mukherj

পিচ তৈরিতে কোন ভুল ছিল না দাবী কিউরেটর প্রবীর মুখার্জির

পিচ তৈরিতে কোন ভুল ছিল না দাবী কিউরেটর প্রবীর মুখার্জিরপিচ নিয়ে সিএবি সভাপতি জগমোহন ডালমিয়ার সতর্কবার্তা সত্ত্বেও কোন হেলদোল নেই কিউরেটর প্রবীর মুখার্জির। উল্টে তিনি এব্যাপারে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। পিচ তৈরিতে কোন ভুল ছিল না বলেই মনে করেন তিনি। এমনকী মহেশ্বর মালিকে ফেরানোর ব্যাপারেও তাঁর কোন সায় নেই। তিনি ঘোষনা করে দিয়েছেন, যেদিন মহেশ্বর মালিকে ফেরানো হবে সেদিন তিনি সিএবি ছেড়ে চলে যাবেন।
  

First Published: Wednesday, November 2, 2011, 23:14


comments powered by Disqus