Last Updated: November 2, 2011 23:14

পিচ নিয়ে সিএবি সভাপতি জগমোহন ডালমিয়ার সতর্কবার্তা সত্ত্বেও কোন হেলদোল নেই কিউরেটর প্রবীর মুখার্জির। উল্টে তিনি এব্যাপারে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। পিচ তৈরিতে কোন ভুল ছিল না বলেই মনে করেন তিনি। এমনকী মহেশ্বর মালিকে ফেরানোর ব্যাপারেও তাঁর কোন সায় নেই। তিনি ঘোষনা করে দিয়েছেন, যেদিন মহেশ্বর মালিকে ফেরানো হবে সেদিন তিনি সিএবি ছেড়ে চলে যাবেন।
First Published: Wednesday, November 2, 2011, 23:14