Last Updated: September 28, 2012 17:13

নেপালে একটি বিমান দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর কাঠমাণ্ডু থেকে লুকলা যাওয়ার পথে কোটেশ্বর প্রদেশে ভেঙে পড়ে বেসরকারি সংস্থার বিমানটি।
বিমানটিতে ১৬ জন যাত্রী ও তিনজন ক্রু মেম্বার মিলিয়ে মোট ১৯ জন ছিলেন। যাত্রীদের প্রত্যেকেই বিদেশি পর্যটক। কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার দু`মিনিটের মধ্যেই বিমানটিকে আগুন ধরে যায়। তারপরেই মনোহরা নদীর তীরে ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনায় বিমানে সওয়ার সকলেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রশাসনের। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তবে, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
First Published: Friday, September 28, 2012, 17:13