ডোমজুড়ে ভস্মীভূত প্লাস্টিক কারখানা, Plastic factory abolished

ডোমজুড়ে ভস্মীভূত প্লাস্টিক কারখানা

ডোমজুড়ে ভস্মীভূত প্লাস্টিক কারখানাগভীর রাতের আগুনে কার্যত ভস্মীভূত হয়ে গেল ডোমজুড়ের একটি প্লাস্টিক কারখানা। মঙ্গলবার রাত সাড়ে তিনটে নাগাদ জোড়া মন্দিরতলার এই প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় আগুন লাগে। অভিযোগ, খবর পাওয়ার দীর্ঘক্ষণ পর দমকল পৌঁছেছে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও, ততক্ষণে গোটা কারখানাটিই আগুনের গ্রাসে চলে যায়। ঘণ্টাচারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

First Published: Wednesday, November 9, 2011, 16:56


comments powered by Disqus