Last Updated: May 11, 2013 17:58

শেষ হয়ে আসছে আইপিএলের রাউন্ড রবিন লিগের খেলা। চারটে দল যাবে প্লে অফে। ধোনির দল চেন্নাই সুপার কিংস ইতিমধ্যেই পরবর্তী রাউন্ডে উঠে গেছে। বাকি রইল তিনটে দল। বলুন তো দেখি বাকি কোন তিনটে দল প্লে অফ খেলবে।
কিছুক্ষণের জন্য টি টোয়েন্টির দুনিয়ায় বসে জ্যোতিষী হয়ে নীচে আপনার কমেন্ট লিখুন। আর হ্যাঁ অবশ্যই পরে মিলিয়ে নিন। মিলে গেলে এই চাকরির টানটানির বাজারে জ্যোতিষের পেশায় নেমে যান।
First Published: Saturday, May 11, 2013, 18:08