Last Updated: March 21, 2012 21:48

পিএলএস এখন বিশবাঁও জলে। কবে হবে এই হাইপ্রোফাইল টুর্নামেন্ট, তা এখনও ধোঁয়াশায়। প্রাথমিক যেসব সমস্যার জন্য পিএলএস বন্ধ হয়ে গিয়েছিল, তা এখন অনেকটাই মিটে গিয়েছে বলে দাবি আইএফএ সচিবের। বুধবারই ক্রীড়ামন্ত্রীর কাছে পিএলএসের পরবর্তী সূচি নিয়ে চিঠি পাঠাচ্ছে আইএফএ। সচিব উত্পল গাঙ্গুলির দাবি, চলতি বছরে এই টুর্নামেন্ট তাঁরা আয়োজন করবেনই।
যদিও যাদের ভরসায় আইএফএ এই টুর্নামেন্ট করছে সেই সিএমজি স্পষ্ট জানিয়েছে, অন্যসময়ে পিএলএস করা মুশকিল।
First Published: Wednesday, March 21, 2012, 21:48