Last Updated: December 16, 2011 11:17

বিতর্ক সত্ত্বেও তামিলনাড়ুর কুদানকুলাম পরমাণু বিদ্যুত্ কেন্দ্র প্রকল্প থেকে সরকার যে পিছু হটছে না তা পরিষ্কার করে দিলেন প্রধানমন্ত্রী। রাশিয়ার মাটিতে দাঁড়িয়ে আজ এই প্রকল্প নিয়ে যাবতীয় সংশয় দূর করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি জানিয়ে দেন, কয়েক সপ্তাহের মধ্যেই কুদানকুলামের প্রথম ইউনিটটি কাজ শুরু করবে। প্রথম ইউনিট চালু হওয়ার ছমাসের মধ্যে কাজ শুরু করবে দ্বিতীয় ইউনিট। সেইসঙ্গে দিল্লির তরফে এটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে, রাশিয়ার সহযোগিতাতেই এই প্রকল্প গড়ে তোলা হবে। তবে কুদামকুলামের তৃতীয় এবং চতুর্থ চুল্লি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করার কথা থাকলেও, সেই চুক্তি স্বাক্ষরিত হয়নি এবারের সফরে।

বৃহস্পতিবার রাতে মস্কো পৌঁছেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। রাশিয়ার
প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের আমন্ত্রণে শনিবার পর্যন্ত রাশিয়ায় থাকবেন
তিনি।
First Published: Saturday, December 17, 2011, 08:36