Last Updated: November 17, 2011 16:39

অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি ও নিবিড় বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়া সফরে রওনা হলেন মনমোহন সিং। চার দিনের এই সফরে ইন্দোনেশিয়ার বালিতে ইন্ডিয়া-আশিয়ান (দক্ষিণ-পূর্ব এশীয় রাষ্ট্রগোষ্ঠী) শীর্ষ সম্মেলন এবং পূর্ব এশিয়া শীর্ষ বৈঠকে (ইস্ট এশিয়া সামিট) অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, চিনের প্রেসিডেন্ট হু জিনতাও-সহ বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠকও করবেন তিনি। ইন্দোনেশিয়ার পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ায় নয়াদিল্লির বৃহত্তম বাণিজ্য-সহযোগী সিঙ্গাপুরেও যাবেন মনমোহন সিং।
সাউথ ব্লক সূত্রে খবর, আগামী ১৯ নভেম্বর ওভাল ওফিসের প্রথম কৃষ্ণাঙ্গ কর্ণধারের সঙ্গে বালিতে আলোচনায় বসবেন ৭ রেসকোর্স রোডের বাসিন্দা। আন্তর্জাতিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক কৌশলগত বোঝাপড়ার মতো বিষয়গুলি নিয়ে আলোচনার পাশাপাশি পাকিস্তান ও আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়েও মত বিনিময় করবেন তাঁরা। বিদেশমন্ত্রক সূত্রে খবর, আফগানিস্তানের শান্তি ও উন্নয়নে ভূমিকা বাড়ানোর ক্ষেত্রে নয়াদিল্লির আগ্রহের কথাও ওবামাকে জানাবেন মনমোহন। মে মাসে পাকিস্তানের অ্যাবটাবাদে ওসামা বিন লাদেনের ডেরায় মার্কিন নেভি সিলের `অপারেশন জেরোনিমো`র পর এই প্রথম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মুখোমুখি হচ্ছেন মনমোহন সিং। গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় দুই শীর্ষ নেতার বৈঠকের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়।
First Published: Thursday, November 17, 2011, 16:39