PM Modi invited by Brazil President to watch FIFA World Cup 2014 finals

বিশ্বকাপের ফাইনাল দেখতে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ ব্রাজিল প্রেসিডেন্টের

বিশ্বকাপের ফাইনাল দেখতে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ ব্রাজিল প্রেসিডেন্টেরবিশ্ব ফুটবল আঙিনায় ভারতের স্থান ১৫৪ তম। বিশ্বকাপ ফুটবলে ভারতের খেলার সম্ভবনা লক্ষ আলোকবর্ষ দূরে। কিন্তু ব্রাজিলে যেমন নেইমার মেজিক, আর্জেন্টিনার যেমন মেসির ম্যাজিক, পর্তুগালের রোনাল্ডো তেমনই ভারতের রয়েছে মোদীর ম্যাজিক। আর এই মোদীর ম্যাজিকে ব্রাজিল সরকার আমন্ত্রণ জানালো ভারতবর্ষকে।

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসল্ফ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন। যদিও এখনও পর্যন্ত মোদীর তরফ থেকে এই আমন্ত্রম পত্র গ্রহণ করেছেন কিনা জানা যায়নি।
গতমাসে ব্রাজিল ফুটবল বিশ্বকাপ উপলক্ষে পোস্টাল স্ট্যাম্প উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছিলেন এই বিশ্বকাপ ফুটবল দুটি দেশের সেতু তৈরি করবে। অনুর্ধ্ব সাতেরো ফিফা বিশ্বকাপের আয়োজক হিসাবে ভারত তার প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে এটা বলাবাহুল্য ব্রাজিল সরকারের এই আমন্ত্রণ ভারতীয় ফুটবলকে নতুন দিশা দেখালো।



First Published: Monday, June 16, 2014, 14:35


comments powered by Disqus