Last Updated: May 31, 2014 19:51

কেন্দ্রীয় মন্ত্রকগুলির কাজে গতি আনতে আরও একদফা নতুন পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভেঙে দেওয়া হল ইউপিএ আমলের নটি বিশেষ ক্ষমতা সম্পন্ন মন্ত্রীগোষ্ঠী এবং একুশটি মন্ত্রী গোষ্ঠী। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গতি আনা এবং অনেক বেশি দায়বদ্ধতা চালু করতেই এই নির্দেশবলে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে।
এখন থেকে বিশেষ ক্ষমতাসম্পন্ন মন্ত্রীগোষ্ঠী এবং মন্ত্রীগোষ্ঠীগুলির বিবেচনায় থাকা ইস্যুগুলিতে সরাসরি সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রক এবং দফতরগুলি। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা দেখা দিলে সহযোগিতা করবে ক্যাবিনেট সচিবালয় এবং প্রধানমন্ত্রীর দফতর। ইউপিএ আমলে দুর্নীতি, বিভিন্ন রাজ্যের মধ্যে জলবণ্টন নিয়ে বিতর্ক, প্রশাসনিক সংস্কার , প্রাকৃতিক গ্যাস ও স্পেকট্রামের দাম নির্ধারণের মত জটিল ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার জন্য তৈরি করা হয়েছিল মন্ত্রীগোষ্ঠী এবং বিশেষ ক্ষমতাসম্পন্ন মন্ত্রিগোষ্ঠী। এই সব ইস্যুতে প্রথমে সিদ্ধান্ত নিত মন্ত্রীগোষ্ঠীগুলি। পরে তা চূড়ান্ত হত ক্যাবিনেট বৈঠকে। ইউপিএ আমলে সিদ্ধান্ত গ্রহণের এই ব্যবস্থাকেই বদলে দিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দফতরের মতে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রক এবং দফতরগুলির ক্ষমতা বাড়াতেই এই ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।
First Published: Saturday, May 31, 2014, 19:51