বিধানসভা ভোটের শেষবেলার প্রচারে ছত্তিসগড়ে হেভিওয়েটদের রাজনৈতিক তরজা, আডবাণীর নিশানায় প্রধানমন্ত্রী,

বিধানসভা ভোটের শেষবেলার প্রচারে ছত্তিসগড়ে হেভিওয়েটদের রাজনৈতিক তরজা, আডবাণীর নিশানায় প্রধানমন্ত্রী, মোদীর সমালোচনায় মনমোহন

বিধানসভা ভোটের শেষবেলার প্রচারে ছত্তিসগড়ে হেভিওয়েটদের রাজনৈতিক তরজা, আডবাণীর নিশানায় প্রধানমন্ত্রী, মোদীর সমালোচনায় মনমোহনবিধানসভা ভোটের শেষবেলার প্রচারে হেভিওয়েট সমাবেশ দেখলেন ছত্তিসগড়ের মানুষ। শুনলেন হেভিওয়েট রাজনৈতিক তরজা। প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। প্রধানমন্ত্রী আবার নিশানা করলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে।

প্রিমিয়ার শো যদি লোকসভা নির্বাচন হয়, স্টেজ রিহার্সাল তবে পাঁচ রাজ্যের ভোট। সেই পাঁচ রাজ্যের মধ্যে আবার প্রথম ভোট ছত্তিসগড়ে। সোমবার। এই ভোটেই প্রথম কার্যকর হচ্ছে, `না` ভোটের অধিকার। রাজ্যের ভোটে জড়িয়ে জাতীয় স্তরের একাধিক ফ্যাক্টর। শেষবেলার হেভিওয়েট প্রচার তাই আর রাজ্যের মধ্যে সীমিত থাকল না। রায়পুরের জনসভায় প্রধানমন্ত্রী নিশানা করলেন, নরেন্দ্র মোদীকে।

প্রধানমন্ত্রীর দিকেও উড়ে এল তরজার পাল্টা তির। বিলাসপুরের জনসভায় প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করলেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী।

আডবাণী দাবি করেছেন, পাঁচ রাজ্যের মধ্যে চারটিতেই সরকার গড়বে বিজেপি।

First Published: Saturday, November 9, 2013, 21:23


comments powered by Disqus