নরেন্দ্র মোদীকে বেশ `সিরিয়াসলি` নিচ্ছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং

নরেন্দ্র মোদীকে বেশ `সিরিয়াসলি` নিচ্ছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং

নরেন্দ্র মোদীকে বেশ `সিরিয়াসলি` নিচ্ছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে বেশ `সিরিয়াসলি` নিচ্ছেন প্রাধানমন্ত্রী মনমোহন সিং। শুক্রবার এই কথা অকোপটে স্বীকার করেনিলেন তিনি।

একটি সামিটে প্রশ্নের উত্তরে মনমোহন জানান ``একটি রাজনৈতিক দল হিসাবে আমরা কখনই বিরোধীদের হালকা ভাবে নিতে পারি না।``

লোকসভা নির্বাচন যদি ফাইনাল হয়, তার আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে সেমিফাইনাল হিসাবেই দেখছেন বিশেষজ্ঞরা। সেই সেমিফাইনালের `এক্সিট পোল` কিন্তু আসন্ন লোকসভায় গুরুতর গেরুয়া ঝড়ের ইঙ্গিত দিয়েছে। এই সময় ক্ষমতাসীন দল হিসাবে বিপক্ষকে হালকা ভাবে নিলে আখেরে ক্ষতি কংগ্রেসরই। কিন্তু এর মধ্যেই সংসদে প্রধানমন্ত্রীর এক সহকর্মী বিরোধীদের বেশি পাত্তা না দেওয়ার কথা ঘোষণা করেছেন।

প্রধানমন্ত্রী কিন্তু মোটেও সে পথে হাঁটলেন না। পরিষ্কার জানালেন ``আমি বিরোধীদের অত্যন্ত গুরুত্ব দেওয়ার পক্ষে। এখানে আত্মসন্তুষ্টির কোনও স্থান নেই।`` তবে লোকসভা নির্বাচনে কংগ্রেস যে আত্মবিশ্বাসের সঙ্গেই প্রতিদ্বন্ধীতায় নামছেন আজ একথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফল লোকসভার ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলতে পারবে না বলেই বিশ্বাস করেন প্রধানমন্ত্রী।




First Published: Friday, December 6, 2013, 15:03


comments powered by Disqus