Last Updated: January 1, 2012 17:29

চব্বিশ ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রীর সামনে কালো পতাকা নড়ে তাঁর বিবৃতির প্রতিবাদ জানালেন আন্না হাজারের সমর্থকরা!
স্বর্ণমন্দিরের সামনে আজ সকালে প্রধানমন্ত্রী মনমোহন সিং`কে কালো পতাকা দেখান আন্না সমর্থকরা। আজ অমৃতসরের স্বর্ণমন্দিরে প্রার্থনা জানাতে যান প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী-ও। প্রার্থনা সেরে বেরিয়ে আসার পরই প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন আন্না সমর্থকরা। রাজ্যসভায় লোকপাল বিল পাস করানো নিয়ে সরকারের ব্যর্থতার অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা।
গতকাল দেশবাসীর উদ্দেশ্যে নববর্ষের শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, শত বিরোধিতা সত্বেও রাজ্যসভায় লোকপাল বিল পাশ করাতে তাঁর সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এদিন স্বর্ণমন্দির আন্না সমর্থকদের বিক্ষোভকে সেই বিবৃতির জবাব বলেই মনে করছে রাজনৈতিক মহল।
First Published: Sunday, January 1, 2012, 17:29