Last Updated: February 23, 2013 20:50

জোড়া বিস্ফোরোণের পর আজ হায়দরাবাদে যাচ্ছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। হাসপাতালে গিয়ে বিস্ফোরণে আহত মানুষদের সঙ্গে কথা বলবেন তিনি। মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডির সঙ্গেও প্রধানমন্ত্রী কথা হবে বলে জানা গিয়েছে। রেড্ডির কাছে তদন্তের বিষয়ে খোঁজখবর নেবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় হায়দরাবাদের দিলসুকনগরে কয়েকমিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণ হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১১৭।
বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদে অভ্যন্তরিন নিরাপত্তার পশ্নে বিরোধীদের চাপের মুখে পড়ে ইউপিএ নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় সরকার। ঘটনার কিছুক্ষণের মধ্যেই সন্ত্রাস হানার নিন্দা করে প্রধানমন্ত্রী জানিয়েদেন, হায়দরাবাদ নাশকতার চক্রীদের রেয়াত করা হবে না। সেইসঙ্গে দেশবাসীকে শান্তি বজায় রাখার আবেদনও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।
ইতিমধ্যেই নাশকতায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে সহায়তা মঞ্জুর করেছে প্রধানমন্ত্রীর দফতর। এ দিকে তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয়েছে, তদন্তে বেশকিছু উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গোটা ঘটনায় অভিযোগের তির ইণ্ডিয়ান মুজাহিদ্দিনের দিকেই। যারা ব্যস্ত বাজারে তিনটি বিস্ফোরক রেখে গেল? তাদের সম্বন্ধে কোনও রকম তথ্য দিতে পাড়লে ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে অন্ধ্র পুলিস। হায়দরাবাদ থেকে আজই দিল্লি ফিরে যাবেন মনমোহন সিং।
First Published: Sunday, February 24, 2013, 11:03