Last Updated: May 17, 2013 11:59

ফের বিষমদে মৃত্যুর অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনায়। ক্যানিংয়ের জীবনতলা থানা এলাকায় গত দুসপ্তাহে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। আজ সকালেও যুগল মণ্ডল নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
মদে বিষক্রিয়ায় আক্রান্ত সকলেরই বাড়ি জীবনতলার গৌড়দহ এবং কারখানার চক এলাকায়। গতকালও ওই এলাকায় সুজিত হালদার নামে এক যুবকের মৃত্যু হয়। প্রতিটি ক্ষেত্রেই মদে বিষক্রিয়া থেকে মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফে জানানো হয়েছে। ওই বহু মানুষও অসুস্থ বলে জানা গিয়েছে।
First Published: Friday, May 17, 2013, 11:59