পুরভোটে আগেই পুলিস কর্তার রদবদল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়

পুরভোটে আগেই পুলিস কর্তার রদবদল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়

পুরভোটে আগেই পুলিস কর্তার রদবদল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির হাল হকিকত খতিয়ে দেখতে পুলিস কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। আগামিকাল নবান্নে বৈঠকে থাকবেন রাজ্যের সব জেলার এসপি, আইজি, ডিআইজিরা। পুলিস সূত্রে খবর এই বৈঠকের পরই মুখ্যমন্ত্রী পুরভোটকে সামনে রেখে পুলিসের রদবদলের রূপরেখা তৈরি করবেন।

সামনেই পুরভোট। তার আগে রাজ্যের পুলিস প্রশাসনকে ঢেলে সাজাতে চাইছেন মুখ্যমন্ত্রী। নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে রাজ্যের বেশকিছু পুলিস সুপারের ভূমিকায় খুশি নন মুখ্যমন্ত্রী। সেই তালিকায় আছেন কয়েকজন আইজি ও ডিআইজিও। স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, প্রত্যেক জেলার আইনশৃঙ্খলা নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিপোর্ট পাওয়ার পরে পুলিস কর্তাদের ভূমিকার পর্যালোচনা হবে। তারপরই রূপরেখা তৈরি হবে রদবদলের। নির্বাচনের সময় কমিশনের নির্দেশে নতুন করে এডিজি আইনশৃঙ্খলা পদে নিয়োগ করা হয় মৃত্যুঞ্জয় কুমার সিংকে। নির্বাচনের পরেই তাকে বদলি করা হয় এডিজি রেল পদে। এখন এডিজি আইনশৃঙ্খলা পদটি ফাঁকা। সূত্রের খবর, এই পদে আবার নিয়োগ করা

First Published: Wednesday, June 11, 2014, 20:46


comments powered by Disqus