Last Updated: February 12, 2013 18:48

মঙ্গলবার সন্ধে ৭টা। ঠাকুরপুকুরের দোতলা বাড়ির সামনে তখন থিক থিক করছে ভিড়। কেউ তাঁর সহকর্মী, কেউ আত্মীয়, কেউ শুধুই প্রতিবেশী। সজল চোখে অপেক্ষা। কিছুক্ষণের মধ্যেই পৌঁছল শববাহি শকট। তাতে কলকাতা পুলিসের স্পেশাল ব্রাঞ্চের সাব ইনস্পেক্টর তাপস চৌধুরীর নিথর দেহ। মৃত দেহ ঘিরে কান্নায় ফেটে পড়েন আত্মীয় সজনেরা।
এদিন মৃত পুলিসকর্মীর বাড়িতে পৌঁছন রাজ্যের একাধিক মন্ত্রী ও স্থানীয় তৃণমূলের নেতা নেত্রীরা। উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। পরিবারের লোকেদের সঙ্গেও কথা বলেন তিনি।
শুধু নিজের পরিবারের জন্য নয়। পরিচিত যে কেউ বিপদে পড়লেই ঝাঁপিয়ে পড়তেন কলকাতা পুলিসের স্পেশাল ব্রাঞ্চের সাব ইনস্পেক্টর তাপস চৌধুরী। এমনটাই জানিয়েছেন নিহত পুলিসকর্মীর পরিবারের লোকজন।
First Published: Tuesday, February 12, 2013, 18:48