Last Updated: March 21, 2013 16:59

কলকাতায় শাহবাগ সংহতি মঞ্চের মিছিল আটকে দিল পুলিস। ঢাকায় শাহবাগ স্কোয়ারে চলা বাংলাদেশের তরুণ প্রজন্মের আন্দোলনের সমর্থনে আজ কলকাতায় মিছিলের ডাক দেয় শাহবাগ সংহতি মঞ্চ। লিটল ম্যাগাজিন, নাট্যকর্মী, শিল্পীরা এই মিছিলের ডাক দেন।
অ্যাকাডেমি চত্বর থেকে মিছিল শুরুর সময়েই তা আটকে দেয় পুলিস। পুলিসের তরফে জানানো হয়, উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশেই মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না। এনিয়ে মিছিলের উদ্যোক্তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিসের। রাস্তায় বসে পড়েন মিছিলে হাজির মানুষজন। কিছুক্ষণ পর অবরোধ হঠিয়ে দেয় পুলিস। পরে উদ্যোক্তাদের এক প্রতিনিধি দল বাংলাদেশ হাই কমিশনে গিয়ে স্মারকলিপি জমা দেন।
First Published: Thursday, March 21, 2013, 16:59