শিলিগুড়ি খুনের ঘটনার কিনারা ডাকাত দল ধৃত, উদ্ধার আগ্নেয়াস্ত্র

শিলিগুড়ি খুনের ঘটনার কিনারা ডাকাত দল ধৃত, উদ্ধার আগ্নেয়াস্ত্র

শিলিগুড়ি খুনের ঘটনার কিনারা ডাকাত দল ধৃত, উদ্ধার আগ্নেয়াস্ত্র
শিলিগুড়িতে সোনার দোকানে ডাকাতি এবং খুনের ঘটনার কিনারা করল পুলিস। রাতভর অভিযান চালিয়ে জলপাইগুড়ির আলিপুরদুয়ার এবং কালচিনির বিভিন্ন এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিস।
ধৃতদের কাছ থেকে তৈরি করা একে-৫৬, একে-৪৭ ও পিস্তল উদ্ধার করেছে পুলিস। উদ্ধার হয়েছে নগদ টাকা ও সোনা। ধৃতদের মধ্যে একজনের নাম পঙ্কজ মিশ্র ওরফে পঙ্কজ পাণ্ডা। এই দলটি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় একাধিক ডাকাতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।


First Published: Friday, September 30, 2011, 12:41


comments powered by Disqus