পুলিসের বিরুদ্ধে মারধরের অভিযোগ, পুলিস জিপ ভাঙচুর জগদ্দলে

পুলিসের বিরুদ্ধে মারধরের অভিযোগ, পুলিস জিপ ভাঙচুর জগদ্দলে

পুলিসের বিরুদ্ধে মারধরের অভিযোগ, পুলিস জিপ ভাঙচুর জগদ্দলেপুলিসের বিরুদ্ধে মারধরের অভিযোগে পুলিস জিপ ভাঙচুর হল জগদ্দলে। অবস্থা আয়ত্তে আনতে পুলিসকে লাঠিচার্জ করতে হয়। আজ সকালে জগদ্দল থানার সামনে থেকে গোপাল সিং নামে এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দা ও গোপাল সিংয়ের পরিবারের অভিযোগ, গতকাল ছিনতাইয়ের অভিযোগে ভাটপাড়া পুর এলাকা থেকে গোপাল সিংকে ধরে নিয়ে যায় জগদ্দল থানার পুলিস। কোনরকম গ্রেফতারি না দেখিয়েই থানার লকআপে বেধরক মারধর করা হয় তাঁকে। এমনকী পুলিসের মারে গোপাল সিং চেতনা হারালে তাঁকে থানার বাইরে ফেলে দিয়ে আসে পুলিস। আজ এই অভিযোগে উত্তেজিত জনতা পুলিসের জিপে ভাঙচুর চালানোর পাশাপাশি ভাটপাড়া হাসপাতালেও ভাঙচুর চালায়। পরে বিশাল পুলিস বাহিনী এসে অবস্থা আয়ত্তে আনে। তবে পুলিস সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এদিকে গোপাল সিংয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আর জি কর মেডিকাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

First Published: Saturday, April 5, 2014, 16:57


comments powered by Disqus