Last Updated: October 12, 2011 23:07

দীপাবলীর বেশ কিছুদিন আগেই শব্দবাজি নিয়ন্ত্রণে তল্লাসি শুরু করেছে পুলিস।
তল্লাসি চলছে বিভিন্ন বাসস্ট্যান্ড ও রেল স্টেশনে।
ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ শব্দবাজি উদ্ধার করেছে পুলিস।
বুধবার কলকাতার স্ট্র্যান্ড রোড থেকে একটি ম্যাটাডোর বোঝাই দুশো একাত্তর কেজি শব্দবাজি বাজেয়াপ্ত করল কলকাতা পুলিস।
দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটি থেকে লিলুয়া যাচ্ছিল ম্যাটাডোরটি। গোপনসূত্রে খবর পেয়ে সেটিকে আটক করে পুলিস।ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে।
First Published: Wednesday, October 12, 2011, 23:07