police station rabindranath

থানায় অভিযোগ জানাতে গেল কানে বাজবে রবীন্দ্রনাথ

অভিযোগের সুরাহা হোক বা না হোক এবার থেকে থানায় অভিযোগ জানাতে গেলেই মন ভালো হয়ে যাবে। কারণ এবার থেকে দিনরাত থানায় চলবে রবীন্দ্রসঙ্গীত। এই অভিনব উদ্যোগ নিল আলিপুরদুয়ার থানা। আজ থানায় নতুন মিউজিক সিস্টেমের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিস সুপার আকাশ মেঘারিয়া।

কথায় বলে সুখ হোক বা দুঃখ, যে কোনও রকম মানসিক পরিস্থিতে বাঙালির সঙ্গী হন রবীন্দ্রনাথ। বাঙালির জীবনের সব রকম আবেগঘন মুহুর্তের সাক্ষী রবীন্দ্রনাথের গান। এবার সারাদিনের হাড়ভাঙা কঠিন পরিশ্রমের পর মন ভালো করতে থানায় বসে রবীন্দ্র সঙ্গীত শুনবেন পুলিস কর্মীরা। সুরের মুর্ছনা আত্মস্থ করা থেকে বাদ যাবেন না থানায় আসা আভিযোগকারী থেকে শুরু করে ধৃত দুষ্কৃতীরা। রাজ্যে প্রথম এই অভিনব উদ্যোগ নিয়েছে আলিপুরদুয়ার থানা। রবিবার থানায় নতুন মিউজিক সিস্টেমের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিস সুপার আকাশ মেঘারিয়া।

থানায় রবীন্দ্র সঙ্গীত কতটা কার্যকরী হবে তা জানতে হলে অপেক্ষার প্রয়োজন। তবে আপাতত নিজেদের নতুন উদ্যোগেই খুশি পুলিস কর্মীরা। তাঁদের দাবি, এই অভিনব কৌশল স্ট্রেস কাটাতে যথেষ্ট পরিমানেই উপযোগী।

First Published: Sunday, June 1, 2014, 19:25


comments powered by Disqus