Last Updated: February 5, 2013 14:46

পার্ক স্ট্রিট কাণ্ডে নিষ্ক্রিয় প্রশাসন। প্রধান অভিযুক্ত এখনও অধরা। পার্ক স্ট্রিট কাণ্ডের বর্ষপূর্তিতে অবিলম্বে অভিযুক্ত সহ সব অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে এই দাবি নিয়ে গান্ধী মূর্তি থেকে পার্ক স্ট্রিট থানা পর্যন্ত মিছিলে পা মিলিয়েছিলেন বুদ্ধিজীবীরা। কিড স্ট্রিটে পৌঁছলে সেই মিছিল আটকে দেয় পুলিশ।
স্বভাবতই মিছিলে অংশগ্রহণকারী ক্ষুব্ধ বুদ্ধিজীবীরা কিড স্ট্রিটেই অবস্থান শুরু করেন। উত্তেজনা ছড়িয়েছে অঞ্চলে।
মিছিলে উপস্থিত ছিলেন সমাজকর্মী মীরাতুন নাহার, বোলান গঙ্গোপাধ্যায়, শিক্ষাবিদ সুনন্দ সান্যাল, চিত্র শিল্পী সমীর আইচ, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, মালা রায়।
মিছিল আটকানো নিয়ে পুলিসের কাছ থেকে এখনও সদুত্তর মেলেনি।
First Published: Tuesday, February 5, 2013, 14:50