পরীক্ষায় টুকতে বাধা দেওয়ায় কার্যত রণক্ষেত্রের চেহারা নিল টাকির উত্তরপল্লী হাইস্কুল।

পরীক্ষায় টুকতে বাধা, রণক্ষেত্র স্কুল

পরীক্ষায় টুকতে বাধা, রণক্ষেত্র স্কুলপরীক্ষায় টুকতে বাধা দেওয়ায় কার্যত রণক্ষেত্রের চেহারা নিল টাকির উত্তরপল্লী হাইস্কুল। বুধবার এই স্কুলে রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালীন বহিরাগত পরীক্ষার্থীরা দাবি করে পরীক্ষায় টুকতে দিতে হবে তাঁদের। বাধা দেওয়ায় পরীক্ষার্থীদের সঙ্গে বচসা বাধে শিক্ষকদের।

এরপর তারা গেট ভেঙে স্কুলে ঢুকতে গেলে পুলিসের সঙ্গে সংঘর্ষ বাধে পরীক্ষার্থীদের। সংঘর্ষে আহত হন ৩ জন পুলিস কর্মী। এরপর ঘটনাস্থলে যায় বিশাল পুলিস বাহিনী। পরে এসডিপিও আনন্দ সরকার গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে কড়া পুলিসি প্রহরায় পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়।

First Published: Wednesday, February 15, 2012, 23:43


comments powered by Disqus