Last Updated: October 1, 2011 21:10

রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনার দু-কোটি টাকা আত্মসাত্ করেছেন স্থানীয় নার্সিংহোমের মালিক।
প্রতারিত হয়েছেন সাধারণ মানুষ। এই অভিযোগে, পুরুলিয়ার ঝালদায় অনশনে বসেছেন
ব্লক তৃণমূল সভাপতি ভদ্রদুলাল মাহাত। তাঁর অভিযোগ, প্রশাসনের একাংশের মদতেই
দুর্নীতি হয়েছে। দুর্নীতির প্রতিবাদে দলও সেভাবে তাঁর পাশে দাঁড়ায়নি।
অভিযুক্ত নার্সিংহোম মালিকের সঙ্গে তৃণমূল নেতাদের একাংশের যোগাযোগ রয়েছে
বলেও স্বীকার করে নিয়েছেন তিনি।
First Published: Saturday, October 1, 2011, 21:10