Last Updated: June 3, 2013 18:46

রাজনীতিতে স্বছতার প্রশ্নে আর সমঝোতা করতে রাজি নয় সেন্ট্রাল ইনফরমেশন কমিশন (সি আই সি)। এবার তথ্য জানার অধিকারের আওতায় আসতে চলেছে রাজনৈতিক দলগুলিও। মুখ্য তথ্য কমিশনর সত্যেন্দ্র মিশ্রর পৌরহিত্যে কমিশনের একটি বেঞ্চ জানিয়েছে কংগ্রেস, বিজেপি, সিপিএই এম, সিপিআই, এনসিপি এবং বিএসপি দলগুলি আরটিআই এর আওতায় আসতে চলেছে।
বেঞ্চ জানিয়েছে, "দলগুলির সভাপতি, সধারণ সম্পাদকদের জানানো হয়েছে, ছয় সপ্তাহের মধ্যে তাঁদের দলের প্রধান কার্যালয়ে সিপিআইও আধিকারিকদের নিয়োগ করতে হবে।" নিয়ম অনুয়ায়ী সমস্ত আরটিআই আবেদনগুলির জবাব দেওয়ার দায়িত্বে থাকবেন ওই আধিকারিকরাই।
বেঞ্চ এও নির্দেশ দিয়েছে, রাজনৈতিক দলগুলির ওয়েবসাইটে দেওয়া তথ্য সম্পর্কেও জবাবদিহি করতে হবে তাদের। সমাজকর্মী সুভাষ আগরওয়াল ও অনিল বেরিওয়াল প্রশ্ন তোলেন, রাজনৈতিক দলগুলির ডোনেশন থেকে প্রাপ্ত বিপুল অঙ্কের অর্থে উৎস নিয়ে। ওই টাকাগুলি ঠিক কোথা থেকে এসেছে? কারা এই টাকাগুলি দিয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। এর নিরিখেই আজ এই উল্লেখযোগ্য রায় দিয়েছে সি আই সি।
First Published: Monday, June 3, 2013, 18:46