প্রেসিডেন্টকে আলু বলায় পাঁচ বছরের জেল বিরোধী নেতার

প্রেসিডেন্টকে আলু বলায় পাঁচ বছরের জেল বিরোধী নেতার

Tag:  POTATO
প্রেসিডেন্টকে আলু বলায় পাঁচ বছরের জেল বিরোধী নেতাররাজনীতির কারবারীরা ভাষার ব্যাপারে বরাবরই একটু চাঁচাছোলা আর সেন্সর বিরোধী। সে আমাদের ঘরের কাছের অণুব্রত মণ্ডলই হোক বা একটু দূরের দিগ্বিজয় সিং। সেই রকমই এক রাজনীতিবিদ একেবারে কড়া শাস্তি পেলেন আফ্রিকার দেশ জাম্বিয়ায়। রাগের মাথায় জাম্বিয়ার প্রধান বিরোধী দলের নেতা ফ্রাঙ্ক বাওয়ালওয়া )Frank Bwalya) তাঁর দেশের প্রেসিডেন্টকে আলুর মত পচে যাওয়া বলে কটাক্ষ করেন। ব্যস! এরপর আর কী!
প্রেসিডেন্টের মানহানির জেরে একেবারে সোজা গারদে ঢুকে গেলেন বাওয়ালওয়া। একেবারে পাঁচ বছরের জন্য জামিন অযোগ্য পরোয়ানায় গ্রেফতার করা হল তাঁকে।

জাম্বিয়ার প্রধান বিরোধী দলের নেতা বলছিলেন, জাম্বিয়াকে পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠা করতে হবে। এর জন্য চাই সুশাসন। কিন্তু আমাদের দেশের রাষ্ট্রপতি তো আলুর মত। উনি পুরো আলুর মত পচে গিয়েছেন।

জাম্বিয়ার প্রধান বিরোধী দলের নেতার ভাগ্যটা খারাপ। কথাটা তিনি খারাপ বলেছেন, ঠিকই... তবে কী স্থান, কালটা ঠিক হয়নি। সাগর টপকে আমাদের ভারতে চলে এলে উনি দিব্যি হিরো বনে যেতেন, হাতাতালিও বিস্তর কুড়োতেন। আর জেল! না, কুকথার জন্য জেল হলে অনুব্রত এখন যেন কোথায় থাকেন...

First Published: Thursday, January 9, 2014, 14:47


comments powered by Disqus