Last Updated: May 3, 2013 16:06

আগামী সপ্তাহে পঞ্চায়েত নির্বাচন মামলার কার্যকরী রায় ঘোষণা করবে আদালত। ওই রায়ে কলকাতা হাইকোর্ট বিবদমান দুপক্ষের কাছে তার নির্দেশনামা পাঠাবে। আজ আদালতে পঞ্চায়েত মামলার শুনানি শেষ হয়। দীর্ঘ মামলা ও বহু জটিলতার কারণে পঞ্চায়েত মামলার বিস্তারিত রায় তৈরি করতে কুড়ি থেকে পঁচিশ দিন সময় লাগবে।
কিন্তু ১০ জুনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে না পারলে, বেশ কয়েকটি পঞ্চায়েতের মেয়াদ ফুরিয়ে যাবে। সেই ডেটলাইন মাথায় রেখে, যাতে দশই জুনের মধ্যে পঞ্চায়েত ভোটের ফল প্রকাশিত হতে পারে, সেজন্য দ্রুততার সঙ্গে কার্যকরী রায় জানাবে হাইকোর্ট। আগামী বুধ অথবা বৃহস্পতিবার রায় ঘোষণা হতে পারে। কার্যকরী রায় ঘোষণার পর রাজ্য প্রশাসন ও নির্বাচন কমিশন তাঁদের প্রাপ্ত নির্দেশ অনুযায়ী পঞ্চায়েত ভোটের কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে পারবে। রাজ্য সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পঞ্চায়েত সচিব, রাজ্য নির্বাচন কমিশনার এবং রাজ্য নির্বাচন কমিশনের সচিবকে কার্যকরী রায়ের প্রতিলিপি দেওয়া হবে।
First Published: Friday, May 3, 2013, 16:06