প্রথম দিনই জোড়া সেঞ্চুরি অস্ট্রেলিয়ার

প্রথম দিনই জোড়া সেঞ্চুরি অস্ট্রেলিয়ার

প্রথম দিনই জোড়া সেঞ্চুরি অস্ট্রেলিয়ারঅ্যাডিলেড টেস্টে প্রাথমিকভাবে ভারতীয় বোলারদের দাপট সামলে দাপট দেখাচ্ছেন রিকি পন্টিং ও অধিনায়ক ক্লার্ক। মঙ্গলবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। দিনের শুরুতে চটজলদি ওয়ার্নার ও শন মার্শকে ফিরিয়ে ধাক্কা দেন জাহির ও অশ্বিন। ওয়ার্নার ৮ ও মার্শ ৩ রানে আউট হওয়ার পর ৩০ রানে কোয়ানকে প্যাভিলিয়নে ফেরান অশ্বিন। ৮৪ রানে ৩ উইকেট হারানোর পর জুটি বাঁধেন ক্লার্ক ও পন্টিং। সিরিজে দ্বিতীয় শতরান হাঁকালেন প্রাক্তন অসি অধিনায়ক পন্টিং। সিডনির পর আবার অ্যাডিলেডে। টেস্ট কেরিয়ারে নিজের ৪১ তম শতরানের সঙ্গে টেস্টে ১৩ হাজার রানের মাইলস্টোন ছুঁলেন তিনি। সেঞ্চুরির করলেন অধিনায়ক মাইকেল ক্লার্কও। টেস্টে এটি তাঁর ১৯ শতরান।






First Published: Tuesday, January 24, 2012, 11:51


comments powered by Disqus