Last Updated: November 26, 2011 17:11

বিগ বস থেকে মডেল ও ভি জে পূজা মিশ্র-র বেরিয়ে যাবার গুজবে আপাতত সরগরম টিনসেল টাউন। এই বিগ বাজেট রিয়ালিটি শো-র মধ্যে মারামারি করার জন্য নাকি প্রযোজকরা পূজাকে বের করে দিয়েছেন! বিগ বসের এই বিতর্কিত চরিত্র সহ-তারকা সিদ্ধার্থের সাথে প্রবল বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন। ব্যাপারটা শেষে হাতাহাতির জায়গায় পৌঁছে যাওয়ায় প্রযোজকরাই পূজাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলেছেন। যদিও কোনও কোনও মহলের ধারণা এসবই বিগ বসের পাবলিসিটি স্টান্ট। দর্শক সংখ্যা বাড়ানোর জন্যই এই ধরণের গিমিকের আশ্রয় নেওয়া হয়েছে।
First Published: Saturday, November 26, 2011, 17:11