বলিউডে পুনম?

বলিউডে পুনম?

বলিউডে পুনম?ভারত ২০১১ ক্রিকেট বিশ্বকাপ জিতলে নিরাবরণ হবেন বলেছিলেন পুনম পান্ডে। ভারত বিশ্বকাপ জিতেছে। কিন্তু তিনি কথা রাখেননি। যদিও নিরাবরণ হওয়ার কথা যথেষ্টই ঝড় তুলেছিল। এহেন পুনম পান্ডেকে এবার দেখা যাবে বলিউডে। যদিও তাঁর প্রথম ছবি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ পুনম।

২০ বছর বয়সী এই মডেলের বক্তব্য, প্রোডাকশন হাউসের গোপনীয়তা বজায় রাখার জন্য তিনি ছবি সংক্রান্ত কোন তথ্য দিতে নারাজ। এর আগেও বলিউডের বেশ কিছু ছবিতে সুযোগ পেলেও, সেই ছবিগুলিতে কাজ করেননি পুনম। তাঁর মতে, সঠিক সময় ও সঠিক সুযোগের অপেক্ষায় ছিলেন বলেই এখনও পর্যন্ত তাঁকে বড় পর্দায় দেখা যায়নি। রাহুল মহাজন কিংবা অস্মিত প্যাটেলির মতো অভিনেতাদের সঙ্গে তিনি নাকি কাজ করতে চান না। বলিউডের কোন `এ গ্রেড` অভিনেতার সঙ্গেই কাজ করবেন বলেই এই সিদ্ধান্ত বলে দাবি পুনমের।







First Published: Thursday, January 19, 2012, 08:39


comments powered by Disqus