রবিবারের `বাবল বাথে` সিক্ত পুনম!

রবিবারের `বাবল বাথে` সিক্ত পুনম!

রবিবারের `বাবল বাথে` সিক্ত পুনম!ফের খবরে ভারতের `স্ট্রিপ ক্যুইন`। আবার সেই একই কাণ্ড করলেন যাতে তিনি `বেস্ট`! বলিউডের এই মডেল আবার নিজের একটি প্রায় নিরাবরণ ছবি পোস্ট করেছেন মাইক্রোব্লগিং সাইট টুইটারে। যথারীতি এতে শিহরণ জেগেছে বেশ কিছু বলিষ্ঠ হৃদয়ে!

রবিবারের অলস দুপুরে সম্ভবত পুনম চেয়েছিলেন সাপ্তাহিক ব্যস্ততা কাটিয়ে বিনোদন পরিবেশন করতে। আর সেটাই তিনি তাঁর নিজের নিয়ম মাফিক করে ফেললেন এই ছবির মাধ্যমে। টুইটে বলেছেন, রবিবারের সকালে তাঁর মতো স্নান করে `হটার` হয়ে উঠতে। তিনি প্রাইভেট বাথরুমে `বাবল বাথ` নিলেও তামাম দুনিয়ার সঙ্গে তা `শেয়ার` করতে ভোলেননি।

টুইটারের মাধ্যমে তিনি ক্রমাগত তাঁর ফ্যানদের প্রত্যাশার পারদ চড়িয়ে চলেছেন। পুনমের এই সাহসী পদক্ষেপকে স্বাগত!

First Published: Sunday, August 12, 2012, 17:36


comments powered by Disqus