টিম আন্নায় পুনম?

টিম আন্নায় পুনম?

টিম আন্নায় পুনম?কিং খান তাঁকে আমল না দিলেও পুনমকে এবার টিম আন্নায় আমন্ত্রণ জানালেন কিরণ বেদী। দুর্নীতি বিরুদ্ধে আন্না হাজারের লড়াইয়ে যোগ দিতে পুনম পান্ডেকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন ম্যাগসেসে পুরস্কার প্রাপ্ত কিরণ। কিরণ অবশ্য টুইটারে আমন্ত্রণ জানানোর কথা অস্বীকার করেছেন। শুক্রবার সন্ধেয় তিনি টুইট করেন, "যাঁর (পুনম) কথা বলা হচ্ছে তাঁকে আমি চিনিও না।"

ক্রমশ থিতিয়ে পড়া ক্যাম্পেনে নতুন করে প্রাণ সঞ্চার করতে জনপ্রিয় তারকাদের টিমে আনার গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। নতুন প্রজন্মের মধ্যে পুনম যথেষ্ট  জনপ্রিয় নাম। শোনা গেছিল, এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই সাধারণ মানুষকে দুর্নীতির বিরুদ্ধে লড়তে উদ্বুদ্ধ করতে চায় টিম আন্না।

তবে বাস্তবায়িত হলে মিইয়ে যাওয়া টিম আন্না ক্যাম্পেনে পুণম পান্ডের মতো মডেল নিশ্চিত ভাবেই 'গ্ল্যামর ফ্যাক্টর' অ্যাড করবে।






First Published: Friday, June 1, 2012, 21:42


comments powered by Disqus