Last Updated: July 22, 2013 11:57

ফের আরও একবার বলিউড সিনেমায় যৌন প্রদর্শন নিয়ে শুরু হল বিক্ষোভ। এ বারও বিক্ষোভের সূচনা হল শিবসেনার হাত ধরে। আগামী শুক্রবার মুক্ত পেতে চলা পুনম পান্ডের সিনেমা `নাশা`-র পোস্টার ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সেই পোস্টারে প্রায় নগ্ন হয়েই ছবির প্রচার করছেন বহু বিতর্কের জননী পুনম পান্ডে। এরই প্রতিবাদে শিবসেনা এই সিনেমার পোস্টার ছিঁড়ে মুম্বইয়ের বেশ কিছু জায়গায় বিক্ষোভ, অবরোধ করল।
শিবসেনার সাধারণ সম্পাদক অক্ষয় বার্দাপুকারের অভিযোগ এই সিনেমার পোস্টারটা শুধু অশ্লীল নয় নোংরা। আমরা কিছুতেই এমন পোস্টার প্রদর্শন করতে দেব না। `নাশা` সিনেমার প্রযোজক আদিত্য ভাট অবশ্য বলছেন, কিছুতেই তাঁরা এই পোস্টার সরাবেন না। প্রয়োজনে পুলিসের কাছে অভিযোগ করার কথাও বলছেন প্রযোজক।
বিশ্বকাপ ক্রিকেট থেকে আইপিএল সবেতেই জয়ের আনন্দে নগ্ন হব এমন কথা বলে প্রচারের শিরোনামে এসেছিলেন পুনম। খবরে আসার পর টুইটারে কখনও অর্ধ নগ্ন, কখনও আবার সম্পূর্ণ... সেই পুনমের প্রথম সিনেমা মুক্তি পেতে চলেছে।
First Published: Monday, July 22, 2013, 13:31