Last Updated: January 18, 2014 15:35

শিশুদের যৌন নির্যাতনের অভিযোগে মাত্র দু`বছরে প্রায় ৪০০ জন ক্লার্গিকে সরিয়ে দিয়েছিলেন প্রাক্তন পোপ ষোড়শ বেনেডিক্ট। এই তথ্য সামনে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অস্বস্তিতে ভাটিক্যান।
ইতিমধ্যেই এই তথ্য হাতে নিয়ে রাষ্ট্রসংঘের শিশু অধিকার সংক্রান্ত কমিটির সামনে দাঁড়াতে হয়েছে চার্চকে। বর্তমান পোপ বলছেন, "এটি চার্চের লজ্জা।" চার্চের আরও অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন ইতালির এক নান। গতকাল তিনি জন্ম দিয়েছেন এক শিশু সন্তানের। পোপের নামে ওই নান তাঁর শিশুপুত্রের নাম রেখেছেন ফ্রান্সিস।
First Published: Saturday, January 18, 2014, 15:35